হযরত রসুলুল্লাহ (সল্লাল্লাহু ‎আলাইহি ওয়াসল্লাম) এর শাফাআত লাভের জন্য একটি বিশেষ দুরুদ

عن رويفع بن ثابت رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من صلى على محمد وقال: اللهم أنزله المقعد المقرب عندك يوم القيامة، وجبت له شفاعتي (المعجم الكبير للطبراني، الرقم: 4480)[1]

রত রুয়াইফী বিন সাবিত আল-আনসারী (রাদ্বীয়াল্লাহু আনহু) বর্ণনা করেন যে, রত রসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম) বলেছেন, যে ব্যক্তি নিম্নোক্ত (দুরদ) পাঠ করবে, তার জন্য আমার সুপারিশ বাধ্যতামূলক হবে।

اَللّٰهُمَّ صَلِّ عَلٰى مُحَمَّدٍ وَأَنْزِلْهُ الْمَقْعَدَ الْمُقَرَّبَ عِنْدَكَ يَوْمَ الْقِيَامَة

হে আল্লাহ! মুহাম্মাদ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম) এর উপর সালাম প্রেরণ করুন এবং কিয়ামতের দিনে তাকে আপনার নৈকট্য দান করুন।

দ্রষ্টব্য: কিছু মুহাদ্দিসগনের মতে, এই হাদীসে উল্লেখিত “নৈকট্য” বলতে কিয়ামতের দিন হিসাব শুরু করার জন্য সমগ্র সৃষ্টির পক্ষ থেকে সুপারিশ করার সম্মান (মাকামে মাহমুদ)-কে বোঝায়। অন্যান্য মুহাদ্দিসগণের মতে, এটি হযরত রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম-এর মর্যাদা অনুসারে জান্নাতে অত্যন্ত সম্মানিত এবং উচ্চ মর্যাদাকে নির্দেশ করে।

আইয়ুব সাখতিয়ানী (রহিমাহুল্লাহ) মদীনা তাইয়্যেবায়

হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক (রহিমাহুল্লাহ) বলেন:

আমি ইমাম আবু হানিফা (রহিমাহুল্লাহ) কে বলতে শুনেছি, “যখন আইয়ুব সাখতিয়ানি (রহিমাহুল্লাহ) মদীনা তাইয়্যেবাতে ছিলেন, তখন আমিও সেখানে উপস্থিত ছিলাম এবং তিনি কীভাবে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম পেশ করবেন তা দেখার জন্য আমি অপেক্ষা করতাম। আমি তাকে কিবলার দিকে পিঠ দিয়ে কবরের দিকে মুখ করতে দেখলাম। তিনি কোন কথা না বলে সেখানেই দাঁড়িয়ে ছিলেন। বরং, তিনি শুধু অনবরত কেঁদেছেন।”[2]

‎يَا رَبِّ صَلِّ وَسَلِّم دَائِمًا أَبَدًا عَلَى حَبِيبِكَ خَيرِ الْخَلْقِ كُلِّهِمِ‎


[1] وإسناده حسن كما في مجمع الزوائد، الرقم: 17304

[2] خلاصة الوفا 1/428

Check Also

দশ পদমৰ্যাদা বৃদ্ধি হওয়া

عن أنس بن مالك رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: …