عن سهل بن سعد رضي الله عنه قال: جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فشكا إليه الفقر وضيق العيش أو المعاش فقال له رسول الله صلى الله عليه وسلم: إذا دخلت منزلك فسلم إن كان فيه أحد أو لم يكن فيه أحد ثم سلم علي واقرأ: قل هو الله أحد مرة واحدة ففعل الرجل فأدَرَّ الله عليه الرزق حتى أفاض على جيرانه وقراباته (أبو موسى المديني كما في القول البديع صـ 279)[1]
হযরত সাহাল বিন সা’দ (রাদ্বীয়াল্লাহু আনহু) বৰ্ণণা করেন যে, একদিন একজন সাহাবি, রসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম) এর কাছে আসেন এবং দরিদ্রতা এবং জীবিকা উপার্জনে কাঠিন্যতার ব্যাপারে অভিযোগ করেন। রসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম) এই সাহাবিকে ফরমান, “যখন তুমি তোমার ঘরে প্রবেশ করো তখন সালাম দাও, ঘরে কেউ থাকুক বা না থাকুক। তারপর, আমার উপর সালাম প্রেরণ করো এবং একবার ক্বুল-হু আল্লাহ্ (সুরা ইখলাস) পাঠ করো।”সাহাবি রসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম) এর হুকুম মোতাবেক আমল করলেন, এবং আল্লাহ তা’আলা তাঁকে এতো বেশি রিজিক দান করলেন যে তিনি তাঁর প্রতিবেশি এবং আত্মীয়-স্বজনদের উপর খরচ করা শুরু করলেন।
রসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম) এর মোবারক হাদিসের বরকত
হযরত আবু আহমাদ, আব্দুল্লাহ্ বিন বকর বিন মুহাম্মদ (রহমতুল্লাহি আলাইহ), একদা বলেন, “আল্লাহর কিতাবের জ্ঞানের পরে যে জ্ঞানের মধ্যে সবচেয়ে বেশি বরকত রয়েছে, যা সর্বশ্রেষ্ঠ জ্ঞান এবং দুনিয়া ও আখিরাতে সবচেয়ে কল্যাণকর জ্ঞান হচ্ছে রসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম) এর মোবারক হাদিসের জ্ঞান। একজন ব্যক্তি রসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম) এর মোবারক হাদিসের মাধ্যমে সর্বোচ্চ পরিমান বরকত লাভ করবে, এই কারনে যে, মোবারক হাদিস পড়ার সময় সে রসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম) এর উপর প্রচুর পরিমানে দুরুদ পাঠ করবে। রসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম) এর মোবারক হাদিসগুলো হচ্ছে বাগান এবং উদ্যানের মত যেখানে আপনি সব ধরনের মঙ্গল, ধার্মিকতা, পূণ্য এবং যিকর পাবেন।”[2]
يَا رَبِّ صَلِّ وَسَلِّمْ دَائِمًا أَبَدًا عَلَى حَبِيْبِكَ خَيْرِ الْخَلْقِ كُلِّهِمِ
[1] وسنده ضعيف كما في القول البديع صـ 279
[2] الترغيب والترهيب لقوام السنة 2/334 ، القول البديع صـ 287