দশজন কৃতদাস আজাদ করার সওয়াব লাভ করা

 عن مولى البراء بن عازب عن البراء بن عازب رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال: من صلى علي كتب الله عز وجل له بها عشر حسنات ومحا عنه بها عشر سيئات ورفعه بها عشر درجات وكن به عدل عتق عشر رقاب (الصلاة على النبي لابن أبي عاصم، الرقم: 52)[1]

হযরত বারা বিন আযিব(রাদ্বীয়াল্লাহু আনহু) বর্ণণা করেন যে, রসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম) ফরমান, “যে ব্যক্তি আমার ওপর একবার দুরুদ পাঠ করে, তারপর দুরুদের বদৌলতে, আল্লাহ তাআলা তার জন্য দশটি নেক আমল লিখিত করবেন, তিনি তার থেকে দশটি গুনাহ মুছে দিবেন, তিনি তাকে দশ মর্তবা বৃদ্ধি করবেন, এবং দুরুদ তার জন্য দশজন কৃতদাস আজাদ করার সওয়াব লাভ করার মাধ্যম হবে।”

দৈনিক এক হাজার দুরুদ পাঠ করা

হযরত আবুল হাসান বাগদাদি আদ-দারিমি (রহমতুল্লাহি আলাইহ) বলেন:

আমি প্রায়ই আবু আব্দুল্লাহ হামিদ (রহমতুল্লাহি আলাইহ) কে তার মৃত্যুর পর স্বপ্নে দেখতাম। আমি তাঁকে জিজ্ঞাসা করলাম তাঁর সাথে কেমন ব্যবহার করা হয়েছে এবং তিনি বললেন, “আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিয়েছেন এবং আমার উপর করুণা করেছেন।” তারপর আমি তাঁকে বললাম, “অনুগ্রহ করে আমাকে এমন একটি আমল বলুন, যা আমাকে সরাসরি জান্নাতে প্রবেশ করাবে।” তিনি উত্তর দিলেন, “এক হাজার রাকাত নফল নামাজ পাঠ করো, এবং প্রতি রাকাতে, সুরা ইখলাস এক হাজার বার পাঠ করো।” আমি উত্তর দিলাম, “এটি আসলে পুরো করার জন্য খুবই কঠিন কাজ।”তিনি বললেন, “সেক্ষেত্রে, প্রতি রাতে রসুলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম) এর উপর এক হাজার বার দুরুদ পাঠ করো।” আবুল হাসান (রহমতুল্লাহি আলাইহ) আরো বলেন, “তখন থেকে এটি আমার রুটিনে পরিনত হয়।”[2]

‎يَا رَبِّ صَلِّ وَسَلِّم دَائِمًا أَبَدًا عَلَى حَبِيبِكَ خَيرِ الْخَلْقِ كُلِّهِمِ‎


[1] قد ذكره المنذري في الترغيب والترهيب بلفظة “عن”، إشارة إلى كونه صحيحا أو حسنا أو ما قاربهما عنده كما بين أصله في مقدمة كتابه 1/50

[2] القربة لابن بشكوال صـ 130، القول البديع صـ 259

Check Also

দশ পদমৰ্যাদা বৃদ্ধি হওয়া

عن أنس بن مالك رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: …